THE PROCASTINATOR

Wednesday, July 23, 2008

বাংলাদেশ- জেমস

তুমি মিশ্রিত লগ্ন মাধুরির জলে ভেজা কবিতায়আছো সারওয়ারদী, শেরে বাংলা, ভাষানীর শেষ ইচ্ছায়তুমি বঙ্গ বন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষনতুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপনতুমি ছেলে হারা মা জাহানারা ইমামের একাত্বরের দিন গুলিতুমি জসীম উদ্দিনের নক্সী কাঁথার মাঠ মুঠো মুঠো সোনার ধুলিতুমি তিরিশ কিংবা তার অধিক লাখো শহীদের প্রানতুমি শহীদ মিনারে প্রভাতফেরীর ভাই হারা একুশের গানআমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসিজন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালবাসিআমার প্রানের বাংলা আমি তোমায় ভালবাসিপ্রানের প্রিয় মা তোকে বড় বেশী ভালবাসিতুমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা উন্নত মম শীরতুমি রক্তের কালীতে লেখা নাম সাত শ্রেষ্ট বীরতুমি সূরের পাখি আব্বাসের দরদ ভরা সেই গানতুমি আব্দুল আলিমের সর্বনাশা পদ্মা নদীর গানতুমি সুফিয়া কামালের কাব্য ভাষায় নারীর অধিকারতুমি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শ্বানীত ছুরির ধারতুমি জয়নুল আবেদীন, এস এম সুলতানের রং তুলির আচলশহীদুল্লাহ কায়সার, মুনীর চৌদুরীর নতুন দেখা সেই ভোরআমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসিজন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালবাসিআমার প্রানের বাংলা আমি তোমায় ভালবাসিপ্রানের প্রিয় মা তোকে বড় বেশী ভালবাসিতুমি মিশ্রিত লগ্ন মাধুরির জলে ভেজা কবিতায়তুমি বাঙালীর গর্ব, বাঙালীর প্রেম প্রথম-শেষ ছোঁয়ায়তুমি বঙ্গ বন্ধুর রক্তে আগুন জ্বলা জ্বালাময়ী সে ভাষনতুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপনতুমি একটি ফুলকে বাঁচাবো বলে বেজে উঠো সূমধুরতুমি রাগে অনুরাগে মুক্তি সংগ্রামে সোনা ঝড়া সেই রৌদ্রুরতুমি প্রতিটি পংগু মুক্তি যোদ্ধার অভিমানের সংসারতুমি ক্রন্দন, তুমি হাসি, তুমি জাগ্রত শহীদ মিনারআমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসিজন্ম দিয়েছো তুমি মাগো তাই তোমায় ভালবাসিআমার প্রানের বাংলা আমি তোমায় ভালবাসিপ্রানের প্রিয় মা তোকে বড় বেশী ভালবাসি

0 Comments:

Post a Comment

<< Home