THE PROCASTINATOR

Sunday, June 15, 2008

বাংলা ভাষা

চর্যাপদের একটি নিদর্শন এ রকম- টালত ঘর মোর নাহি পরবেশী/হাড়িত ভাত নাহি নিতি আবেশী।' এর অর্থ হলো­ টিলার উপর আমার ঘর কিন্তু আমার কোন প্রতিবেশী নেই। হাঁড়িতে আমার ভাত থাকে না কিন্তু রোজ রোজই অতিথি আসে।
১২০৩ সালে তুর্কী ইখতিয়ারু-দ-দীন বখতিয়ার খলজী রাজা লক্ষ্মণ সেনকে লখনৌতি হতে বিতাড়িত করে
সুলতানি আমলেই প্রথম কাব্য বড়চণ্ডীদাশের ‘শ্রীকৃষä কীর্তন' রচিত হয়। ঐ সময়ের দ্বিতীয় কাব্য হলো কৃত্তিবাস রচিত ‘রামায়ণ'। সুলতানী আমলের আরেকজন শক্তিশালী কবির কাব্য পাওয়া যায়, তিনি হলেন শাহ মুহাম্মদ সগীর। তাঁর কাব্যের নাম ‘ইউসুফ-জুলেখা' । এদের সময়েই বাংলাভাষা সাহিত্যের মর্যাদা পায় এবং বাংলা ভাষা ও সাহিত্য বিশ্ব দরবারে স্খান লাভ করে।

0 Comments:

Post a Comment

<< Home