THE PROCASTINATOR

Monday, December 10, 2007

একটা গোপন কথা - যাত্রি

একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেও বার বার ভুলেও কাউকে বলো না আবার
মুখে ভালবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই
এতদিন ছিল সাধারন তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
মন,
আধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাব তোমায়
একবার এসে দেখ আমায়

ভেবেছি তা এবার যাকিছু হবে হবার
হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে সবকিছু বলে দিয়ে চাইব আমার অধিকার
কপালে যা আছে লিখা মনে যদি পাইও ব্যাথা
দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভাল আছি এই বেশ
ওওওও,
আধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাব তোমায়
একবার এসে দেখ আমায়

প্রতিদিন এগলি ওগলিতে ঘুরোঘুড়ি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাকা করে চুল বাঁধে প্রেম করে দেখ ছেলেটাও পরে ফুল হাতা শার্ট
এই দেখে হাসাহাসি গানটাকে ভালবাসি
এই ভাল আছি এই স্বপ্ন আমার
কখোন বুঝিনি যে তা এটা ছিল সূচনা আছে বাকী স্নপ্নের উপসংহার
মন.......
আধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাব তোমায়
একবার এসে দেখ আমায়

0 Comments:

Post a Comment

<< Home