শব্দের পোস্টমর্টেম - ৯১
গাছের তাল থেকে নয়, সঙ্গীতের তাল থেকেই তালকানা শব্দটির উৎপত্তি। গানে, বাজনায় বা নাচে স্থানে স্থানে ঝোঁক পড়ে, ঝোঁকগুলোকে শৃংখলভাবে সাজিয়ে নিলে তাল সৃষ্টি হয়। আর তালের গতি হলো লয়। তাল ও লয় ভঙ্গ হলে রস ভঙ্গ হয়। তালকানা শব্দের মূল অর্থ হলো যার তাল ও লয় জ্ঞান নেই। আর গৌনার্থ হলো যার কান্ডজ্ঞান নেই।
0 Comments:
Post a Comment
<< Home