THE PROCASTINATOR

Friday, August 24, 2007

শব্দের পোস্টমর্টেম

বাংলায় 'কারসাজি' শব্দের অধপতন সত্যিই দুঃখজনক। কারণ ফারসি 'কারসাজ' থেকে গৃহীত কারসাজি শব্দটি দিয়ে চালাকি, কূটকৌশল, ছলচাতুরী ও প্রবঞ্চনাকে নির্দেশ করে। অথচ ফারসিতে কারসাজ মানে কর্মসম্পাদনকারী বা ভাঙাগড়ার নিয়ামক বা সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার কাজই হলো কারসাজি মানে সৃষ্টি করা। অথচ কিনা বাংলায় শয়তানের কাজই হলো কারসাজি!

0 Comments:

Post a Comment

<< Home