THE PROCASTINATOR

Monday, September 24, 2007

শব্দের পোস্টমর্টেম - ৯২

সংস্কৃত থেকে থেকে বাংলায় ঢোকার পর দিগগজ শব্দের অর্থ এখন পাল্টে গেছে। দিগগজরা হলেন সত্যিকারের মহাপন্ডিত। কিন্তু বাংলায় তারা মহামূর্খ বা হস্তিমুখ। আভিধানিক দিক থেকে দিগগজ শব্দের অর্থ অষ্টদিক ও কোণ রক্ষাকারী হস্তিগণ। এই অষ্টদিক ও কোণ হচ্ছে : পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, নৈর্ঋত, ঈশান, অগ্নি ও বায়ু। আর হস্তিগণ হচ্ছেন ঐরাবত, পুন্ডরীক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পাদন্ত, সার্বভৌম ও সুপ্রতী। তারা দিকরক্ষার পাশাপাশি সব খবর দেবতাদের দেন। অবশ্য বিদ্যাদিগগজ বা দিগগজ পন্ডিত বলতে এক সময় বাংলা ভাষায়ও মহাপন্ডিত (যেমন, সত্যেন্দ্রনাথ দত্ত লিখেছেন, 'দিগগজ তোমার কিঙ্কর স্নানে') বোঝাতো। কিন্তু এখন দিগগজরা আর কল্কে পান না ('ইংরেজি জানিলে কি হইবে, এসব বিষয়ে একেবারে দিগগজ')।

0 Comments:

Post a Comment

<< Home