শব্দের পোস্টমর্টেম
বাংলা ভাষায় 'টানাপোড়ন' শব্দটি এসেছে তাঁত থেকে। সাহিত্যিক মাহবুব উল আলম লিখেছেন, 'তাহার পরনে মোটা ধুতি, এমন মোটা যে, টানাপড়েনগুলি স্পষ্ট চোখে পড়ে'। বাংলায় 'টানাপড়েন' শব্দটিও শুদ্ধ।তাঁতের ফ্রেমে বাঁধা দৈর্ঘের সুতোকে 'টানা' ও প্রস্থের সুতোকে বলা হয় 'পোড়ন'। পোড়নের সুতো মাকুতে জড়ানো থাকে। মাকু ডানে-বামে অনবরত আসা-যাওয়া করে। ওতেই তাঁতের কাপড় বোনা হয়। এ কারণে বাংলা অভিধানে টানাপোড়নের এক অর্থে বলা হয়েছে : পুন:পুন কান্তিকর গমনাগমন।টানা ও পোড়নকে কেন্দ্র করে মাকুর এ অস্থিরতাই আমাদের সঙ্কটময় জীবনে ঢুকে থেকে টানাপোড়ন বা টানাপড়েন হিসেবে।
0 Comments:
Post a Comment
<< Home