ওমর খৈয়াম
এইখানে এই তরুর তলে
তোমায় আমায় কৌতুহলে
যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে
সংগে রবে সুরার পাত্র
অল্প কিছু আহার মাত্র
আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে।
তোমায় আমায় কৌতুহলে
যে কটি দিন কাটিয়ে যাব প্রিয়ে
সংগে রবে সুরার পাত্র
অল্প কিছু আহার মাত্র
আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে।
1 Comments:
It is very a pity to me, that I can help nothing to you. But it is assured, that you will find the correct decision.
By
Anonymous, at 6:00 PM
Post a Comment
<< Home