শব্দের পোস্টমর্টেম-১১0
অন্তর্ভুক্ত শব্দটিকে কেউ কেউ 'অন্তর্ভূক্ত' লিখেন, যা মোটেও শুদ্ধ নয়। আবার শব্দটি সংস্কৃত নয়, বাংলা। অন্তর্গত বা অন্তর্ভূত অর্থে বাংলায় এটি প্রচলিত। শব্দটি নিষ্পন্ন হয়েছে এভাবে : অন্তর্ + ভুজ + ত।
সংস্কৃত 'ভুক্ত' শব্দের বাংলা অর্থ অধিকৃত, অন্তর্গত, দখলিত। আবার সংস্তৃত 'ভুক্তি' (ভুজ্ + তি) শব্দের বাংলা একটি অর্থ হচ্ছে 'অধিকারস্থিত'।
অন্তর্ভুক্ত শব্দের ব্যাখ্যায় হরিচরণ বন্দ্যোপাধ্যায় যেমন চুপ ছিলেন, তেমনি রাজশেখর বসুও তাঁর চলন্তিকা অভিধানে শব্দটির কোনো ব্যাখ্যা দেননি। বরং তারা অন্তর্গত ও অন্তর্ভূত শব্দের ব্যাখ্যা দিয়েছেন।
তবে রাজশেখর বসুর লেখায় অন্তর্ভুক্ত শব্দটি ঠিকই আছে (অসংখ্য সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়ে আছে - বাংলা ভাষার গতি)।
সুকুমার সেনও শব্দটি ব্যবহার করেছেন (সুতরাং হঠাৎ মনে হওয়া অসম্ভব নয় যে, কোনো রামকথা কাব্যের অন্তর্ভুক্ত ছিল শ্লোক দুটি - রামকথার প্রাক ইতিহাস)।
আবার বুদ্ধদেব বসু 'অন্তর্ভূত' শব্দের পক্ষপাতী ছিলেন (আধুনিক কালের সব কবিকেই দ্বিতীয় দলের অন্তর্ভূত বলা যায় - কালিদাসের মেঘদূত)।
অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর 'অন্তর্ভুক্ত' শব্দটি শুধু মেনেই নেননি, তিনি শব্দটির বিপরীত হিসেবে 'বহির্ভুক্ত' শব্দটিও চালু করে গেছেন (আজ আমরা সমাজের সমস্ত কর্তব্য নিজের চেষ্টায় একে একে বহির্ভুক্ত স্টেটের হাতে তুলিয়া দিবার জন্য উদ্যত হইয়াছি - স্বদেশী সমাজ)
সংস্কৃত 'ভুক্ত' শব্দের বাংলা অর্থ অধিকৃত, অন্তর্গত, দখলিত। আবার সংস্তৃত 'ভুক্তি' (ভুজ্ + তি) শব্দের বাংলা একটি অর্থ হচ্ছে 'অধিকারস্থিত'।
অন্তর্ভুক্ত শব্দের ব্যাখ্যায় হরিচরণ বন্দ্যোপাধ্যায় যেমন চুপ ছিলেন, তেমনি রাজশেখর বসুও তাঁর চলন্তিকা অভিধানে শব্দটির কোনো ব্যাখ্যা দেননি। বরং তারা অন্তর্গত ও অন্তর্ভূত শব্দের ব্যাখ্যা দিয়েছেন।
তবে রাজশেখর বসুর লেখায় অন্তর্ভুক্ত শব্দটি ঠিকই আছে (অসংখ্য সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়ে আছে - বাংলা ভাষার গতি)।
সুকুমার সেনও শব্দটি ব্যবহার করেছেন (সুতরাং হঠাৎ মনে হওয়া অসম্ভব নয় যে, কোনো রামকথা কাব্যের অন্তর্ভুক্ত ছিল শ্লোক দুটি - রামকথার প্রাক ইতিহাস)।
আবার বুদ্ধদেব বসু 'অন্তর্ভূত' শব্দের পক্ষপাতী ছিলেন (আধুনিক কালের সব কবিকেই দ্বিতীয় দলের অন্তর্ভূত বলা যায় - কালিদাসের মেঘদূত)।
অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর 'অন্তর্ভুক্ত' শব্দটি শুধু মেনেই নেননি, তিনি শব্দটির বিপরীত হিসেবে 'বহির্ভুক্ত' শব্দটিও চালু করে গেছেন (আজ আমরা সমাজের সমস্ত কর্তব্য নিজের চেষ্টায় একে একে বহির্ভুক্ত স্টেটের হাতে তুলিয়া দিবার জন্য উদ্যত হইয়াছি - স্বদেশী সমাজ)
0 Comments:
Post a Comment
<< Home