THE PROCASTINATOR

Thursday, October 14, 2010

শব্দের পোস্টমর্টেম-১১২

ব্যাকরণ অনুযায়ী অপরূপ শব্দের অর্থ 'কুরূপ' বা বাজে রূপ ছাড়া অন্য কিছু নয়। অথচ শব্দটি সম্পূর্ণ বিপরীত অর্থেই বাংলা ভাষায় বেশ দাপটের সঙ্গেই চলছে। সুভাষ ভট্টাচার্য তাঁর 'বাংলা প্রয়োগ অভিধান'-এ অপরূপ শব্দের ব্যাখ্যায় লিখেছেন, 'শব্দটি তৎসম নয়। দুটি অর্থ এর। প্রথম অর্থ অতুলনীয় সৌন্দয্যবিশিষ্ট বা অপূর্ব। দ্বিতীয় অর্থ একেবারেই ভিন্ন, কিম্ভূত, অদ্ভুত। প্রথম অর্থে শব্দটি প্রাকৃত 'অপরুব' থেকে এসে থাকতে পারে। দ্বিতীয় অর্থে অপ (অপগত) + রূপ - এরকম একটা উৎস ভাবা যেতে পারে।'
সংস্কৃত পণ্ডিত পরেশচন্দ্র মণ্ডল কুরূপ অর্থে অপরূপ শব্দের ব্যাখ্যা মানেন নি। তিনি তাঁর 'ভাষাবিদ্যা পরিচয়' গ্রন্থে দাবি করেছেন, 'অপূর্ব শব্দ থেকেই অপরূপ শব্দটি এসেছে'। : অপূর্ব > অপুরব (স্বরভক্তি হেতু) > (লোকনিরুক্তি হেতু) অপরূপ ।।


0 Comments:

Post a Comment

<< Home