শব্দের পোস্টমর্টেম-১১১
অপরম্ভা সংস্কৃত শ্লোকের একটি শব্দ। এটির অর্থ 'এছাড়া আর কিবা'। : 'ভোজনং যত্র তত্র চ শয়নং হট্টমন্দিরে। মরণং গোমতী তীরে কিং ভবিষ্যতে'। 'যেখানে সেখানে ভোজন, হট্টমন্দিরে (হাটচালায়) শয়ন, আর গোবাগাড়ে মরণ, এছাড়া আরও বা কি কপালে আছে।'
এ শ্লোকের মূল গল্প এরকম : সাধারণের বিশ্বাস, নরকপালের সন্ধি স্থলে যে বক্ররেখা থাকে, তা বিধাতার ভাগ্যলিপি। এক ব্রাহ্মণ এক কপালের লিপিতে ওই শ্লোক দেখে 'আরও বা কি ভাগ্যে আছে?' - তা পরীক্ষা করতে ঘরে এনে লুকিয়ে রাখলেন। একদিন ব্রাহ্মণ পত্নী তা দেখতে পেলেন। তার মনে সন্দেহ হল, এটা নিশ্চয় স্বামীর কোনো গোপন প্রণয়ীর কপাল। প্রণয় ভুলতে না পেরে ঘরে এনে লুকিয়ে রেখেছে। ব্রাহ্মণ পত্নী তা ঢেঁকিতে চুর্ণ করে বিষ্ঠাময় স্থানে ফেলে দিলেন।
ব্রাহ্মণ ঘরে ফিরে কপাল দেখতে না পেয়ে জিজ্ঞাসা করায় ব্রাহ্মণ পত্নী তেলে-বেগুনে জলে উঠে মনের ধারণার কথা বলে ফেললেন। ব্রাহ্মণ তখন শ্লোকের শেষ লাইনের অর্থ কার্যত প্রত্যক্ষ করে হাসতে হাসতে ওই ভাগ্যলিপির আবৃত্তি ও অর্থ ব্যক্ত করে নিজের অভিপ্রায়ের কথা স্ত্রীকে বুঝিয়ে দিলেন।
এটাই অপরম্ভা শব্দের পেছনের কাহিনী।
এ শ্লোকের মূল গল্প এরকম : সাধারণের বিশ্বাস, নরকপালের সন্ধি স্থলে যে বক্ররেখা থাকে, তা বিধাতার ভাগ্যলিপি। এক ব্রাহ্মণ এক কপালের লিপিতে ওই শ্লোক দেখে 'আরও বা কি ভাগ্যে আছে?' - তা পরীক্ষা করতে ঘরে এনে লুকিয়ে রাখলেন। একদিন ব্রাহ্মণ পত্নী তা দেখতে পেলেন। তার মনে সন্দেহ হল, এটা নিশ্চয় স্বামীর কোনো গোপন প্রণয়ীর কপাল। প্রণয় ভুলতে না পেরে ঘরে এনে লুকিয়ে রেখেছে। ব্রাহ্মণ পত্নী তা ঢেঁকিতে চুর্ণ করে বিষ্ঠাময় স্থানে ফেলে দিলেন।
ব্রাহ্মণ ঘরে ফিরে কপাল দেখতে না পেয়ে জিজ্ঞাসা করায় ব্রাহ্মণ পত্নী তেলে-বেগুনে জলে উঠে মনের ধারণার কথা বলে ফেললেন। ব্রাহ্মণ তখন শ্লোকের শেষ লাইনের অর্থ কার্যত প্রত্যক্ষ করে হাসতে হাসতে ওই ভাগ্যলিপির আবৃত্তি ও অর্থ ব্যক্ত করে নিজের অভিপ্রায়ের কথা স্ত্রীকে বুঝিয়ে দিলেন।
এটাই অপরম্ভা শব্দের পেছনের কাহিনী।
0 Comments:
Post a Comment
<< Home