Yaatri
Yaatri কি কোনো বাংলা ব্যান্ডের নাম নাকি? শুনি নাই আগে।
একটা গোপন কথা - যাত্রি
একটা গোপন কথা ছিল বলবার, বন্ধু সময় হবে কি তোমার
একবার শুনে ভুলে যেও বার বার ভুলেও কাউকে বলো না আবার
মুখে ভালবাসি না বলে মনেতে প্রেম নিয়ে চলে আছে অনেকেই
এতদিন ছিল সাধারন তার মাঝে একজন যাকে আজ বড় আলাদা লাগে
মন,
আধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাব তোমায়
একবার এসে দেখ আমায়
ভেবেছি তা এবার যাকিছু হবে হবার
হোক তবু করে স্বীকার
পরাজয় মেনে নিয়ে সবকিছু বলে দিয়ে চাইব আমার অধিকার
কপালে যা আছে লিখা মনে যদি পাইও ব্যাথা
দেখে নেব আমি এর শেষ
মিথ্যে অভিনয় আর নয় আর নয়
এই ভাল আছি এই বেশ
ওওওও,
আধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাব তোমায়
একবার এসে দেখ আমায়
প্রতিদিন এগলি ওগলিতে ঘুরোঘুড়ি কেটে যায় সময় আসে রাত
মেয়েটা বাকা করে চুল বাঁধে প্রেম করে দেখ ছেলেটাও পরে ফুল হাতা শার্ট
এই দেখে হাসাহাসি গানটাকে ভালবাসি
এই ভাল আছি এই স্বপ্ন আমার
কখোন বুঝিনি যে তা এটা ছিল সূচনা আছে বাকী স্নপ্নের উপসংহার
মন.......
আধারের নীলিমায়
তোমাকেই আজ খুঁজতে চায়
জানি না কোথায় পাব তোমায়
একবার এসে দেখ আমায়
প্রেমে মাতাল
এ যেন সহজ স্মীকারক্তি আমি যুগান্তরী নই
এ যেন ভীষণ আক্ষেপ আমার আমি দ্বিগবিজয়ী নই
শুধু একটাই কথা আমার বুকে জড়িয়ে
রব সারাটি জীবন তোমায় নিয়ে
কোন এক নি:সঙ্গ রোদেলা রাতে দেখেছি
প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি
কোন এক দু:সহ জোছনা দিনে বাতি নিভে গেলে
কড়া নেড়েছি তোমার হাতের ঘরে
কিছু অর্থহীন শব্দ বুনে ডেকেছি তোমায়
প্রেম তুমি কোথায়।
বিন্দু আমি তুমি আমায় ঘিরে
বৃত্তের ভিতর শুধু তুমি আছ
মাতাল আমি তোমার প্রেমে
তাই অর্থহীন সবই যে প্রেম লাগে
প্রেম নিয়ে কত শত কবি কত কাব্য করল
বৃথাই জীবনটা কাঁদা মাখামাখি করে অস্রু ঘুম পাড়াল
ভেবেছিলাম নিজেকে স্রোতের বিপরীতে একজন
প্রেম নিয়ে মাতামাতি শুধু আদিখ্যেতা...
কেন তুমি শোনালে সেই দুষ্ট হাসি
কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতা
কেন তুমি শোনালে সেই মিষ্টি হাসি
কেন দূরালাপনে সেই মিষ্টি কবিতা
আজ শেকল পড়িয়ে আমার চোখে তুমি প্রেম আকঁছ
কাদঁতে পারছি না...
বিন্দু আমি তুমি আমায় ঘিরে
বৃত্তের ভিতর শুধু তুমি আছ
মাতাল আমি তোমার প্রেমে
তাই অর্থহীন সবই যে প্রেম লাগে
বৃহষ্পতির বলয় ঘিরে শনিতে আজ আমি পৌছে গেছি
তোমার প্রেমে পাগল হয়ে পাগলামীর ভাবসম্প্রসারণ করেছি
- তাহসান
DIAMONDS-CUT, COLOR, CLARITY, CARAT, CERTIFICATION